ক্রিকেট

জাতীয় লিগ দিয়ে মাঠে ফিরছেন তামিম

ঢাকা, ১২ নভেম্বর – পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি না খেললেও তামিম ইকবালকে দেখা যাবে টেস্ট সিরিজে। নিজেকে ঝালিয়ে নিতে এবং ম্যাচের জন্য প্রস্তুত হতে জাতীয় লিগের একটি রাউন্ড খেলবেন তিনি।

জানা গেছে, ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের পঞ্চম রাউন্ড খেলবেন তামিম। নিজের বিভাগীয় দল চট্টগ্রামের জার্সিতে দেখা যাবে তাকে।

গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ খেলেছেন। চোটের কারণে ছিলেন না টি-টোয়েন্টি সিরিজে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। টানা খেলার বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওয়ানডে অধিনায়ক।

চোট থেকে সেরে ওঠার পর তিনি এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে নেপালে যান। ওই সফর সুখকর হয়নি। ব্যাট হাতে খুব একটা রান করতে পারেননি। উল্টো চোট নিয়ে ছিটকে যান মাঠের বাইরে। আঙুলে চিড় ধরায় তিন থেকে চার সপ্তাহ মাঠের ছিলেন তিনি।

জাতীয় লিগের অন্তত তিনটি রাউন্ড খেলে পাকিস্তান সিরিজের প্রস্তুতি নেওয়ার ভাবনা ছিল তামিমের। সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটায় আঙুলের চোট। অবশেষে পুনর্বাসন শেষে মাঠে ফেরার অপেক্ষায় তিনি।

জাতীয় লিগে তামিম শেষ খেলেছিলেন ২০১৯-২০ মৌসুমে। ১ ম্যাচ খেলে রান করেছিলেন ৭৬।

পঞ্চম রাউন্ডে চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী বিভাগ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১২ নভেম্বর

Back to top button