ক্রিকেট

মার্চে ফের টি-টোয়েন্টি খেলবে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট

ওয়েলিংটন, ১২ নভেম্বর – ইংল্যান্ডকে হারিয়ে নিউ জিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে জিতে অস্ট্রেলিয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে। আগামী ১৪ নভেম্বর দুবাইয়ে তারা মুখোমুখি হওয়ার আগেই জানা গেল, দুই ফাইনালিস্ট আগামী বছরই ফের টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে তিন ম্যাচের সিরিজে ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বীকে আতিথেয়তা দিবে নিউ জিল্যান্ড। একই সময়ে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সূচি রয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড ক্রিকেট শুক্রবার নিশ্চিত করেছে আগামী ১৭, ১৮ ও ২০ মার্চ ওয়েলিংটন ও নেপিয়ারে মুখোমুখি হবে তাদের জাতীয় পুরুষ ক্রিকেট দল। কাছাকাছি সময়ে পাকিস্তানে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ থাকায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্কদের মতো তারকারা নিউ জিল্যান্ড যেতে পারবেন না।

দুই দল আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টিও খেলবে। নিউ জিল্যান্ড তাদের নতুন মৌসুমের সূচি প্রকাশ করেছে। যেখানে জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তারা দুটি টেস্ট খেলবে বলে জানিয়েছে।

পরের মাস ফেব্রুয়ারিতে সমান সংখ্যক টেস্টে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিবে তারা। তারপরই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে কিউইরা। এছাড়া মার্চ-এপ্রিলে নেদারল্যান্ডস একটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে নিউ জিল্যান্ডে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১২ নভেম্বর

Back to top button