জাতীয়

১০০টিরও অধিক দেশ মনে করে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই: মান্না

ঢাকা, ১২ নভেম্বর -নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বিশ্বের ১০০টিরও অধিক দেশ মনে করে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, তাই ইউএসএ আমেরিকায় গণতন্ত্রের সম্মেলনে তারা বাংলাদেশকে আমন্ত্রণ করে না। তেল, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজ শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করে নাম দিয়েছে রোল মডেল। কোনও কোনও দেশ এই রোল মডেলের কথা বলেছে, অনুসরণ করেছে তা জানতে চাই। গণতন্ত্রের সম্মেলনে ডাক পান না, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই দেশের গুম খুনের হিসাব চাচ্ছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনের গত কয়েকদিনে ৭০ জনের উপরে মানুষ নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন সেগুলো নিয়ে কিছু করছেন না। দিল্লি-প্যারিস ঘুরে বেড়াচ্ছেন, দেশের কী লাভ হয়েছে? কোথাও গিয়ে দেশের মানুষের দুর্দশার কথা বলেছেন? রোহিঙ্গা সমস্যার কথা বলেছেন? নাকি এখনও নোবেল পুরস্কারের প্রত্যাশায় দিন গুনছেন?

তিনি আরও বলেন, নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে তেল গ্যাস আর দ্রব্যমূল্যের দাম কমাবো। মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে প্রথম বছরেই ছয় কোটি মানুষকে মাসিক এক হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবো। বছরে এক লাখ কোটি টাকার পাচার আর উন্নয়নের নামে লুটপাট বন্ধ করে গরিব ও মধ্যবিত্তকে সরাসরি অর্থ সহায়তা দেওয়া ও এই সংখ্যা ক্রমাগতভাবে বাড়াবো আমরা।

সমাবেশে নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার বলেন, বিরোধী দলের প্রতি করা রাজনৈতিক হয়রানি বন্ধ করুন, নাগরিক ঐক্যকে ঢাকায় সোহরাওয়ার্দি উদ্যানে সভা করতে দিন, দেখুন মানুষ কীভাবে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে এসে সরকারের পতনের ডাকে সাড়া দেয়।

কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জাহেদুর রহমান তার বক্তব্যে বলেন, ডিজেল-কেরোসিনের দাম যতো টাকাই বাড়ানো হোক না কেন, আমরা তা কিনবোই, মানুষ প্রস্তুতি নিচ্ছে বেশি দামে তেল-ডিজেল কিনেও এই অবৈধ সরকারের গদিকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য।

নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম এ কবীর হাসান বলেন, ২৩ শতাংশ তেলের দামের বিপরীতে পরিবহন ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। তেলের খরচই কি ভাড়া বাড়ানোর সবকিছু? আর কোনো খরচ নেই? তেলের দাম শূন্য টাকা করে দলে কি ভাড়া ছাড়াই যাত্রী পরিবহন করবেন আপনারা। তেলের দাম যা বেড়েছে তাতে ভাড়া বাড়ার কথা ছিলো ৫-৬ শতাংশ, বাড়িয়েছেন ২৭ শতাংশ। তাতেই কি এই শ্রমিক-মালিক সমিতি আপনাদের অবৈধ সরকারের গদি বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে? সেই আশা করবেন না।

নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটি সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, সাকিব আনোয়ার, নাগরিক যুব ঐক্যের ডিএম শামীম আহমেদ, মহানগর দক্ষিণের সংগঠক মোশাররফ হোসেন, স্বপ্না আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব মোঃ আতিকুল ইসলাম। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি বেগম, নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানু ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই

Back to top button