ফুটবল

লিশটেনস্টাইনের জালে জার্মানির ৯ গোল, পথ সহজ হলো স্পেনের

ম্যাচের আগে এলো বড় দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে যেতে হয়েছে পাঁচ খেলোয়াড়কে। ওই আঘাতের পর আবার চোটের ধাক্কা। সব মিলিয়ে এলোমেলো জার্মানি কিন্তু মাঠের ফুটবলে দেখা দিলো গোছানো পারঠফরম্যান্সে। নবম মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া লিশটেনস্টাইনকে নিয়ে আক্ষরিক অর্থেই খেললো তারা। গুনে গুনে ৯ গোল দিয়েছে তাদের জালে। অন্যদিকে ‍গ্রিসকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে যাওয়ার পথ সহজ করেছে স্পেন।

বৃহস্পতিবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লিশটেনস্টাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। যার মধ্যে আছে দুটি আত্মঘাতী গোল। আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা জার্মানির সহজ জয়ে কীর্তি গড়েছেন কোচ হান্সি ফ্লিক। জার্মানদের দায়িত্ব নেওয়ার পর টানা ছয় ম্যাচ জিতলেন তিনি। দলটির প্রধান কোচ  হয়ে এমন শুরুর রেকর্ড আর কারও নেই।

ভকসওয়াগেন অ্যারেনায় তখনও গোল উৎসব শুরু করেনি স্বাগতিকরা, তার আগেই ১০ দলের দলে পরিণত হয় লিশটেনস্টাইন। নবম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেন্স হোফার। এরপর শুরু গোলের বৃষ্টি। ১১তম মিনিটে ইকেই গুন্ডোয়ানের গোলে এগিয়ে যাওয়া। মিনিট নয়েক পর ড্যানিয়েল কুফমানের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ। এরপর ২২ ও ২৩ মিনিটে যথাক্রমে লেরয় সেন ও মার্কো রয়েস লক্ষ্যভেদ করলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর স্বাগতিকরা। বিরতির পরপরই সেন দ্বিতীয় গোল পেয়ে যান। ৭৬ ও ৮৬ মিনিটে জোড়া গোল টমাস মুলারের। মাঝে ৮০ মিনিটে স্কোরশিটে নাম তোলেন রিডলে বাকু। আর শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে ম্যাক্সিমিলিয়ান গোপেলের আত্মঘাতী গোলে শেষ হয় জার্মানির গোল উৎসব।

 এদিকে এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে গ্রিসকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের পথ সুগম করেছে স্পেন। জর্জিয়ার মাঠে সুইডেন ২-০ গোলে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপের দৃশ্যপট পাল্টে গেছে। ২৬ মিনিটে পাবলো সারাবিয়ার পেনাল্টি গোল থেকে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় এই গ্রুপে শীর্ষে বসেছে স্পেন। আর হেরে যাওয়ার দ্বিতীয় স্থানে নেমে গেছে সুইডেন। ৭ ম্যাচে স্পেনের পয়েন্ট ১৬, সমান ম্যাচে সুইডেনের ১৫। তাই শেষ ম্যাচে সুইডেনের কাছে না হারলেই সরাসরি কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করবে স্প্যানিশরা।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই, ১২ নভেম্বর ২০২১

Back to top button