বিচিত্রতা

জুতা পায়ে ম্যারাথনে অংশ নিল হাঁস (ভিডিও)

দৌঁড়াচ্ছে সবাই। ম্যারাথন দৌঁড়ের প্রতিযোগী বলে কথা। আশেপাশে তাকানোর সময় নেই কারো। তবে লাল জুতা পরা এক ক্ষুদে প্রতিযোগী ঠিকই নজর কেড়ে নেয় সবার। আর নজর কাড়বেন নাই বা কেন। সেই ক্ষুদে প্রতিযোগী যে মানুষ নয়, একটা হাঁস।

বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর টিসিএস নিউইয়র্ক সিটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয় রিঙ্কেল নামে এই ক্ষুদে প্রতিযোগী। সিভাকটিভ নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ওই হাঁসের ম্যারাথনে অংশ নেওয়ার ভিডিও শেয়ার করা হয়।

ওই ভিডিওতে দেখা গেছে, নিউ ইয়র্কের রাস্তায় প্যাক প্যাক করে ডাকতে ডাকতে রিঙ্কেল ম্যারাথনে দৌঁড়াচ্ছে। তবে রিঙ্কেল শুধু দর্শকদেরই নজর কাড়েনি, অন্য প্রতিযোগিরাও তাকে এক ঝলক হলেও দেখেছে। দৌঁড়ানোর সময় রিঙ্কেলের পায়ের লালু জুতা জোড়াও নজর এড়ায়নি কারো।

ওই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। ভিডিওটিতে ৬২ হাজারেরও বেশি নেটিজেন লাইক দিয়েছেন। ভিডিওটি দেখা হয়েছে ১৮ লাখের বেশিবার।

 

View this post on Instagram

 

A post shared by Wrinkle 🦢 宙紋✨ (@seducktive)

এন এইচ, ১২ নভেম্বর

Back to top button