ক্রিকেট

কোহলির রেকর্ড ভাঙা হলো না বাবরের

দুবাই, ১২ নভেম্বর – চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে বিরাট কোহলির ভারত। এ বিশ্বকাপের পর ভারতের নেতৃত্ব ছাড়ছেন কোহলি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান এখনও বিরাট কোহলির দখলে।

ভারতের সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যাওয়ার হাতছানি ছিলো পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। আর মাত্র ৫৬ রান করলেই কোহলিকে ছাড়িয়ে যেতেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমির ম্যাচে ৩৯ রানেই আউট হয়ে যান বাবর।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংস খেলে ৩১৯ রান করেছিলেন কোহলি। যার মধ্যে ছিলো ৪টি হাফ-সেঞ্চুরি।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন বাবর আজমই। এ আসরে ৫ ম্যাচে বাবর করেছেন ২৬৪ রান। এর মধ্যে আছে চারটিতে হাফ-সেঞ্চুরি। ব্যাট হাতে যে গতিতে রান তুলছেন, তাতে কোহলিকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু নয়।

এক আসরে সর্বোচ্চ রানের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ২০০৯ সালে ৭ ইনিংসে ৩১৭ রান করেছিলেন তিনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ নভেম্বর

Back to top button