মেয়র সাক্কুর পিএসসহ ১৩ জনের রিমান্ড
কুমিল্লা, ১২ নভেম্বর – কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় মণ্ডপে ভাঙচুর ও নাশকতা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মহিউদ্দিন আহমেদ বাবুসহ ১৩ জনকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথের আদালতে আসামিদের হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনওয়ারুল আজিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবুর বিরুদ্ধে ভাঙচুর, নাশকতার অভিযোগে দুটি মামলা হয়। একটি মামলার বাদী পুলিশ, অন্যটির বাদী পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।
এরআগে ৬ নভেম্বর (শনিবার) গভীর রাতে চট্টগ্রামের সাজেক থেকে মইনুদ্দীন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়। একইদিনে কুমিল্লা নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১২ নভেম্বর