দক্ষিণ এশিয়া

নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সাক্ষাৎ

নয়াদিল্লি, ১১ নভেম্বর – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। বুধবার নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে যান শামখানি। সম্মেলন শেষে সবগুলো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা একসঙ্গে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, ভারত ও ইরানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন শামখানি। ইরানের ভেতর দিয়ে মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলোতে ভারতীয় পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চবাহার বন্দরের গুরুত্ব তুলে ধরেন তিনি।

আফগানিস্তান প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ২০ বছরের দখলদারিত্বের পর আফগানিস্তান চরম দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। দেশটির জনগণের দুর্দশা গোটা অঞ্চলের পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

তিনি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের বর্তমান ধারা অব্যাহত রেখে আফগান সংকট সমাধানের আহ্বান জানান।

সম্মেলনে ইরান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও তুর্কমেনিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অংশগ্রহণ করেন।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১১ নভেম্বর

Back to top button