জাতীয়

ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন হবে : রেলমন্ত্রী

টাঙ্গাইল, ১১ নভেম্বর – রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেল লাইন করা হবে খুব শিগগিরি। বঙ্গবন্ধু রেল সেতু কাজ শেষ হবার আগেই এ কাজ শুরু করা হবে।’

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও রেল মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা প্রমুখ।

নুরুল ইসলাম বলেন, ‘২০২৪সালের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে উত্তর বঙ্গের সব রেল লাইন ডবল করা হবে। যাতে করে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহী। যাতে করে রেলে বেশি যাতায়াত করে সেই দিকে নজর দেওয়া হবে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১১ নভেম্বর

Back to top button