ক্রিকেট

৮ উইকেটের বড় জয় পেল টাইগ্রেসরা

হারারে, ১১ নভেম্বর – দুই বছর পর ওয়ানডে খেলতে নেমে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ নারী দল। জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে তারা। টস হেরে ব্যাটিং করতে নেমে বুলাওয়েতে স্বাগতিকদের মাত্র ৪৮ রান আটকে দেয় অতিথিরা। জবাবে ২৩৬ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে।

উইকেটের পাশাপাশি বল বিবেচনাতেও এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ৭ উইকেটে জিতেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১২৬ বল হাতে রেখে জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। স্বাগতিক শিবিরের প্রিসিয়াস মারাঙ্গের ১৭ বাদে কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। এর আগে বাংলাদেশ কোনো প্রতিপক্ষকে ৪৮ রানের নিচে অলআউট করেনি। ফলে বোলারদের জন্য এ বিরাট কৃতিত্ব। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৭৫ রানে অলআউট হয়েছিল।

২৩.২ ওভারে গুটিয়ে দেওয়া ইনিংসে বল হাতে জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তার ৩টি করে উইকেট নেন। ১ উইকেট পেয়েছেন রিতু মনি।

লক্ষ্য তাড়ায় ২১ রানে বাংলাদেশের দুই ওপেনার সাজঘরে ফেরেন। মুর্শিদা খাতুন ৭ ও শারমিন আক্তার ৮ রান করেন। জয়ের বাকি কাজ সারেন ফারজানা হক (১১) ও রুমানা আহমেদ (১৬)। ১০.৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ১৩ নভেম্বর একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ১১ নভেম্বর

Back to top button