জাতীয়

টিকা পেতে নিবন্ধন ৬ কোটি ৫০ লাখ

ঢাকা, ১০ নভেম্বর – করোনাভাইরাস সংক্রমণরোধে সারা দেশে টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে বুধবার (১০ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, টিকা পেতে দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করেছেন ৬ কোটি ৪০ লাখ ১০ হাজার ৭১৫ জন। আর পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ৯ লাখ ৩২ হাজার ৯৮২ জন।

অপরদিকে, সারা দেশে গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) পর্যন্ত মোট ২৭ লাখ ৪৭ হাজার ৭২২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ৬ হাজার ৫৭৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৪১ হাজার ১৪৫ জনকে। সবমিলিয়ে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে। এরমধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্র-জার্মানির ফাইজার ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে।

সূত্র: আরটিভি
এম ইউ/১০ নভেম্বর ২০২১

Back to top button