জাতীয়

তিন দেশ থেকে আসছে ৬৮ লাখ টিকা

ঢাকা, ১০ নভেম্বর – ফ্রান্স, সৌদি আরব ও পোল্যান্ড বাংলাদেশকে ৬৮ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে। এসব টিকা বাংলাদেশ বিনামূল্যে পাবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী জঁ কস্তেক্স ২০ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন।

তবে ফ্রান্সের এই উপহারে বাংলাদেশ কোন কোম্পানির তৈরি টিকা পাবে তা জানাননি পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে সৌদি আরব ও পোল্যান্ড থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের বাদশাহ সালমান তার ত্রাণ তহবিল থেকে ১৫ লাখ টিকা বাংলাদেশকে দিচ্ছেন। অন্যদিকে পোল্যান্ড বাংলাদেশকে প্রায় ৩৩ লাখ ডোজ করোনার টিকা বিনামূল্যে দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পোল্যান্ড এই টিকা দেবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১০ নভেম্বর ২০২১

Back to top button