নূর হোসেন চত্বরে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
ময়মনসিংহ, ১০ নভেম্বর – শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী।
বুধবার সকালে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ- সভাপতি পার্থ দেব মণ্ডল, মাহমুদুল হাসান বাপ্পী, সাজিদ হোসেন বাবু, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ন সম্পাদক শাহনেওয়াজ, মইন উদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, মিজানুর রহমান শরীফ, শ্যামল মালুম, মারুফ এলাহি রনি, করিম প্রধান রনি, মাহমুদ সর্দার প্রমুখ।
১৯৮৭ সালের আজকের দিনটিতে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন।
বুকে ‘স্বৈরাচার নীপাত যাক’ ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে গুলি করে। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।
সূত্র : সমকাল
এন এইচ, ১০ নভেম্বর