ময়মনসিংহ

ত্রিশালে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহ, ১০ নভেম্বর – ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও ডিজেলচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৭০) ও রামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সোহরাব আলী।

পুলিশ জানায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক আব্দুস সাত্তার ও অটোরিকশা যাত্রী কলিমউদ্দিন। আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত সোহরাব আলীর মৃত্যু হয়।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, নিহত তিনজনের মধ্যে কলিমউদ্দিন এর লাশ থানায়, অটোরিকশা চালক আবদুস সাত্তারের লাশ তার বাড়িতে ও সোহরাব আলীর লাশ এখনও হাসপাতলে রয়েছে।

সূত্র : সমকাল
এন এইচ, ১০ নভেম্বর

Back to top button