নাটক

একযুগ পর ধারাবাহিক নাটকে ফিরছেন লাভলু-বৃন্দাবন-চঞ্চল

ঢাকা, ১০ নভেম্বর – প্রায় একযুগ পর আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী ও  বৃন্দাবন দাশ ত্রয়ী। এর আগে ‘সাকিন সারিসুরি’ ও ‘হাড়কিপ্টে’ নাটক দিয়ে তারা তুমুল প্রশংসিত হয়েছিলেন।

এবারের ধারাবাহিকের নাম ‘ষণ্ডা-পাণ্ডা’। পূবাইলে চলছে এর কাজ।

পরিচালক জানান, প্রাথমিকভাবে ২০৮ পর্ব নির্মিত হবে, পরে সংখ্যা বাড়তে পারে। আর নাটকের নামেও আসতে পারে পরিবর্তন।

লাভলু বলেন, ‘‘লকডাউনের মধ্যে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর মানুষরা আমাদের পুরনো নাটক ‘সাকিন সারিসুরি’ ও ‘হাড়কিপ্টে’ দেখেছেন। তারা বারবার কমেন্ট বক্সে বলেছেন, এ ধরনের নাটক দেখেতে চান। তারাসহ অন্য দর্শক, সাংবাদিকরাও বলতেন, কেন এমন নাটক আর তৈরি করছি না। তাদের ইচ্ছেকে প্রাধান্য দিতেই নতুন নাটকটি তৈরি।’’

‘ষণ্ডা-পাণ্ডা’র গল্প মূলত গ্রামীণ পটভূমির ভিত্তিতে গড়ে উঠেছে। গ্রামের একদল লোক, যারা ষণ্ডা-পাণ্ডা নামে পরিচিত, যে কোনও অন্যায়ের প্রতিবাদ করে, মন্দ লোকদের শাস্তি দেয়। সেই গ্রামে গৃহশিক্ষক হলেন চঞ্চল চৌধুরী। তিনি দু’মেয়েকে পড়ান। ষণ্ডা-পাণ্ডারা আবার তাদের পছন্দ করে।

চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের এখন যে সিরিয়াল হচ্ছে, তাতে গল্প খুঁজে পাওয়া যায় না। এটা একেবারেই গ্রামীণ গল্প নিয়ে তৈরি। আর অনেকদিন পর সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় কাজ করলাম।’

‘ষণ্ডা-পাণ্ডা’ চ্যানেল আইতে দেখা যাবে। প্রতি সপ্তাহের পাঁচ দিন এটি দেখানো হবে। এ নাটকে আরও অভিনয় করছেন মৌসুমি হামিদ, শাহনাজ খুশী, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, মাসুম বাসার, মোহনা মিম, মাহা, বরুণ, শাহেদ, তৌফিক প্রমুখ।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই

Back to top button