ক্রিকেট

বল হাতে দ্যুতিময় নাসির, রংপুরের চাই ১৯৫ রান

ঢাকা, ১০ নভেম্বর – বল হাতে দ্যুতি ছড়িয়েছেন নাসির হোসেন। ৪ উইকেট পেয়েছেন ডানহাতি স্পিনার৷ তার বোলিং সাফল্যে জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে লক্ষ্য নাগালে রেখেছে রংপুর বিভাগ। খুলনা বিভাগের বিপক্ষে জয়ের জন্য তাদের করতে হবে আরো ১৯৫ রান।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে রংপুর তুলেছে ৫৩ রান। এর আগে খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২১২ রানে। খুলনার ওপেনার অমিত সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পাওয়া মিরাজ ব্যাট হাতে ধারাবাহিকতা রেখে দ্বিতীয় ইনিংসেও ৫৪ রান করেছেন। নাহিদুলের ব্যাট থেকে আসে ৪১ রান। রান পাননি বিজয় (১), ইমরুল (১) ও মিঠুন (৭)।

বল হাতে নাসির ৩৫ রানে পেয়েছেন ৪ উইকেট। ৩টি করে উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু ও সোহরাওয়ার্দী শুভ। প্রথম ইনিংসে ৩৯ রানের লিডসহ রংপুরকে ২৪৮ রানের লক্ষ্য দেয় খুলনা।

লক্ষ্য তাড়ায় শুরুতেই জাহিদ জাভেদের উইকেট হারায় রংপুর। সেই ধাক্কা সামলে নেয় মাইশিকুর রহমান ও তানভির হায়দার৷ মাইশিকুর ১৯ ও তানভীর ২৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। শেষ দিনে দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে৷ খুলনার দরকার ৯ উইকেট। রংপুরের ১৯৫ রান।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ নভেম্বর

Back to top button