এশিয়া

গণতন্ত্রকামীদের হুমকিতে মিয়ানমারে ৮০ কর্মকর্তার পদত্যাগ

নেপিডো, ০৯ নভেম্বর – মিয়ানমারে জান্তা সরকারের নিয়োগ দেওয়া ৮০ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। দেশটির নাটমাউকে গণতন্ত্রকামী প্রতিরোধযোদ্ধাদের হুমকির মুখে তারা আর দায়িত্বপালন করবেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, গত ১ নভেম্বর সেনা সরকার প্রতিরোধ গোষ্ঠী বেইকথানো পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) স্থানীয় প্রশাসকদের পদত্যাগ করতে দুই সপ্তাহের আলটিমেটাম দিয়েছিল। নাহলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছিল তারা। এতে গত শনিবার (৬ নভেম্বর) পর্যন্ত নাটমাউক জনপদের ৮০ জনের বেশি ওয়ার্ড ও গ্রাম প্রশাসক ইস্তফা দিয়েছেন।

এর আগে এ মাসেই এই এলাকায় জান্তা-নিযুক্ত এক ভিলেজ-ট্র্যাক্ট প্রশাসক ও এক শিক্ষা কর্মকর্তাকে হত্যা করা হয়।

সূত্র: আরটিভি
এম ইউ/০৯ নভেম্বর ২০২১

Back to top button