অপরাধ

চাকরির দেয়ার নামে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিতো চক্রটি

ঢাকা, ০৯ নভেম্বর – অভিনব কায়দায় চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা নিজেদের পরিচয় দিতো বাংলাদেশের আইন-শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা হিসেবে। ভুয়া নিয়োগপত্র ও জাল স্ট্যাম্প তৈরি করে চাকরিপ্রত্যাশী গরিব, অসহায়, নিম্ন মধ্যবিত্ত মানুষদের সামনে পাততো প্রতারণার ফাঁদ। সেই ফাঁদে পা দেওয়া মানুষদের কাছ থেকে দেশের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতো কাড়ি কাড়ি টাকা। এমনই এক প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. শরীফ (৩৯), মো. ওবায়দুর রহমান (৩৫), মো. দেলোয়ার হোসেন (৪৮) ও মো. আজমত খান (৪২)।

সন্ধ্যায় র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতারের সময় চক্রের সদস্যদের কাছ থেকে চাকরির জন্য নিয়োগের জীবনবৃত্তান্ত, নিয়োগপত্র, আইডি কার্ড, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে পরিহিত ছবি, দলিল তৈরির স্ট্যাম্প পেপার, নেমপ্লেট, ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের নামসম্বলিত চেকের পাতা, একটি ব্যাংকের চেকবই ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা সংঘবদ্ধভাবে উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে অভিনব কায়দায় নিরীহ ব্যক্তিদের বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

যে কৌশলে প্রতারণা
মাজহারুল ইসলাম জানান, চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ঢাকা ও ঢাকার আশপাশে অভিনব কায়দায় গরিব ও অসহায় চাকরিপ্রত্যাশীদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করছিল। চক্রটি বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরা ছবি ব্যবহার করে চাকরিপ্রত্যাশীদের আকৃষ্ট করতো। নিজেদের পরিচয় দিতো বাংলাদেশের আইন-শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা হিসেবে।

সংঘবদ্ধ এ চক্রটি একে অপরের সহযোগিতায় চাকরির ভুয়া নিয়োগপত্র ও জাল স্ট্যাম্প তৈরি করে ভুক্তভোগীদের হাতে দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতো বলেও জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৯ নভেম্বর ২০২১

Back to top button