ঢাকা

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

ঢাকা, ০৯ নভেম্বর – পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে চকবাজারের এসকে টাওয়ারের ৬ তলা ভবনের ৩য় তলায় প্লাস্টিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।

এর আগে, মঙ্গলবার বিকেল চারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৪টা ৫০মিনিটে পৌঁছান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ নভেম্বর ২০২১

Back to top button