নাটক

ফিরেছেন সেই মুনমুন, জানালেন মা হয়েছেন

ঢাকা, ০৯ নভেম্বর – লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু রুমানা মালিক মুনমুনের। এরপর সঞ্চালক হিসেবে সুনাম কুড়ান তিনি। চলচ্চিত্র ও টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। উপস্থাপনা নিয়ে টানা ব্যস্ত সময় পার করেছেন। দীর্ঘ দিনের আড়ালে ভেঙে ফিরেই জানালেন, মা হয়েছেন তিনি।

গত বছরের ২৪ মে কানাডায় কন্যা সন্তানের জন্ম দেন মুনমুন। মেয়ের নাম রেখেছেন ঈমান হোসেন। সম্প্রতি মেয়েকে নিয়ে বাংলাদেশে ফিরেছেন। মুনমুন বলেন—‘খুব অল্প সময়ের মধ্যে দাদি-নানা, খালা-ফুফুদের সঙ্গে মিশে গেছে ঈমান। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অনেক খেলার সঙ্গী পেয়ে আমাকে আর ওর বাবাকে এক প্রকার ভুলতে বসেছে।’

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্প শুনিয়েছেন। জানিয়েছেন প্রায় দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করছেন। জীবনের সব ক্ষেত্রে স্বামী তৌফিক হোসেনের অবদানের কথাও স্বীকার করতে ভোলেননি মুনমুন।

ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশেই থাকবেন। মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে সে জায়গাটিতেও ফিরে যেতে চান তিনি। মা হওয়ার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন মুনমুন। কানাডায় ফিরে আবারো চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তার।

জোবায়ের ইকবালের প্রযোজিত ‘রাঙা সকাল’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য। আগামী ১৫ নভেম্বর, সকাল সাতটায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে পর্বটি।

এন এইচ, ০৯ নভেম্বর

Back to top button