সুরক্ষা বলয়ে থাকলে ব্র্যাডম্যানের গড়ও কমে যেত: শাস্ত্রী
আবুধাবি, ০৯ নভেম্বর – বায়ো-বাবলে থাকা কতটা যে চ্যালেঞ্জিং, সেটাই যেন প্রতিফলিত হলো ভারতের বিদায়ী কোচ রবি শাস্ত্রীর কণ্ঠে। তার মতে, দীর্ঘদিন ধরে বায়ো-বাবলে থাকলে লিজেন্ডারি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানেরও গড় রান কমে যেত!
যে কোনো ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড় ব্র্যাডম্যানের। ৫২ ম্যাচে ৮০ ইনিংস খেলে ব্যাটিং গড় ৯৯.৯৪! বায়ো-বাবলে থাকা যে কোনো ক্রিকেটারের জন্য কতটা দুর্বিষহ ব্যাপার, সেটা বোঝাতে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে উদাহরণ দিলেন শাস্ত্রী।
২০১২ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারত। নামিবিয়ার বিপক্ষে সোমবার তারা নিয়মরক্ষার শেষ ম্যাচ খেলেছে। এই ম্যাচ শেষে শাস্ত্রী বললেন, ‘আপনি যখন বায়ো-বাবলে ছয় মাস থাকবেন, এই দলের অনেক খেলোয়াড় আছে যারা সব ফরম্যাটে খেলে। গত ২৪ মাসে তারা বাড়িতে থেকেছে মাত্র ২৫ দিন।’
শাস্ত্রীর কণ্ঠে যেন বিরক্তি ঝরল, ‘আপনি কে তাতে আমার কিছু আসে যায় না, আপনি যদি ব্র্যাডম্যানও হোন এবং বায়ো-বাবলে থাকেন, তাহলে আপনারও গড় নিচের দিকে নামবে। কারণ আপনি মানুষ।’
তিনি আরো বলতে থাকলেন, ‘এটা এমন কিছু নয় যে, গাড়ির পেছনে আপনি প্রেটল ঢাললেন এবং বললেন এগিয়ে চলো। এভাবে হয় না। সময়গুলো ছিল কঠিন। কোনো অভিযোগ করা যাবে না, আগেও না পরেও না। তাহলে বায়ো-বাবল বিস্ফোরিত হবে, তাই সতর্ক থাকতে হয়।’
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৯ নভেম্বর