চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার, ৯৯৯-এ ফোনে বনবিভাগে হস্তান্তর

চট্টগ্রাম, ০৮ নভেম্বর – জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার শান্তিনিকেতন বাজার এলাকা থেকে একটি নয় ফুট লম্বা অজগর উদ্ধার করে রাঙ্গুনিয়া থানা ও বনবিভাগ। অজগরটির দৈর্ঘ্য প্রায় নয় ফুট ও ওজন ১৬ কেজি।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার শান্তিনিকেতন বাজার এলাকা থেকে পুলক নামে একজন ৯৯৯- এ ফোন করে জানান, সেখানে ডোবার পাশে একটি অজগর রয়েছে। স্থানীয়রা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, তারা যেকোনো সময় সাপটি মেরে ফেলতে পারেন। কলার ৯৯৯-এর কাছে সাপটি উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। এরপর ৯৯৯- এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি রাঙ্গুনিয়া থানা ও বনবিভাগকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল ও বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে রাঙ্গুনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিউল্লাহ ৯৯৯-কে জানান, বনবিভাগের কর্মীরা নিরাপদে অজগরটি উদ্ধার করে নিয়ে গেছে। সব প্রক্রিয়া শেষে সাপটি জঙ্গলে অবমুক্ত করা হবে। সাপটির দৈর্ঘ্য প্রায় নয় ফিট ও ওজন ১৬ কেজি।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৮ নভেম্বর ২০২১

Back to top button