মানিকগঞ্জ

অবশেষে উদ্ধার হলো ফেরি আমানত শাহ্

মানিকগঞ্জ, ০৮ নভেম্বর – মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি রো রো আমানত শাহকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে পদ্মা নদী থেকে তোলা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (৮ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ ও বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ যৌথভাবে পাটুরিয়ার পদ্মা নদীতে একাংশ ডুবে থাকা ফেরি আমানত শাহকে তুলতে সক্ষম হয়েছে। এখন ফেরির ভেতরের অংশের বিভিন্ন স্থানে পানি অপসারণের কাজ চলছে।

উল্লেখ্য, গত (২৭ অক্টোবর) পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে ১৪টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। ডুবে যাওয়ার পরপর বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ডুবন্ত যানবাহন উদ্ধারে অভিযানে নামে। উদ্ধার অভিযানের চতুর্থ দিনে জাহাজ রুস্তমও এ অভিযানে যুক্ত হয়। তবে সব যানবাহন উদ্ধারে সক্ষম হলেও ফেরি উদ্ধারের সক্ষমতা ছিল না জাহাজ হামজা-রুস্তমের। এ কারণে ফেরি উদ্ধারের জন্য বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

সূত্র : আরটিভি
এন এইচ, ০৮ নভেম্বর

Back to top button