দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে ৪৪ গভর্নর নিয়োগ দিল তালেবান

কাবুল, ০৮ নভেম্বর – তালেবান তার ৪৪ জন সদস্যকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গভর্নর এবং পুলিশ প্রধানের পদে নিয়োগ দিয়েছে।

দেশটিতে ক্রমবর্ধমান নিরাপত্তা এবং অর্থনৈতিক সমস্যার সাথে মোকাবিলার এই সময়ে তালেবান তার শাসনব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো। রবিবার (৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

গত সেপ্টেম্বরে ক্যাবিনেট গঠনের থেকে বড় আকারে নিয়োগ এটাই প্রথম তালেবান সরকারের। তালেবান তার সদস্যদের এক তালিকায় জানিয়েছে, ক্বারি বারইয়াল কাবুলের নতুন গভর্নর এবং ওয়ালি জান হামজা শহরটির পুলিশ প্রধান।

এর আগে দেশটির রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতাল এলাকায় জোড়া বোমা বিস্ফোরণে নিরাপত্তা কমান্ডার লাওলাই হামদুল্লাহ মুখলিস প্রাণ হারান।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৮ নভেম্বর

Back to top button