ক্রিকেট

ম্যাচের আগে রুমে মিলল কিউই-আফগান ম্যাচের পিচ কিউরেটরের লাশ

আবুধাবি, ০৭ নভেম্বর – আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের যে পিচে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট ম্যাচ চলছে, সেই পিচের কিউরেটরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার মোহন সিং নামের ওই কিউরেটরের মরদেহ তার নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া অনলাইন এ খবর জানিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বিকেল ৪টায় আফগানদের বিপক্ষে নামে কিউইরা। গুরুত্বপূর্ণ এ খেলাটি যে ক্রিজে হচ্ছে, সেই পিচের প্রধান কিউরেটর ছিলেন ভারতের পাঞ্জাবের বাসিন্দা এ মোহন সিং।

২০০৪ সালের সেপ্টেম্বরে কিউরেটর হিসেবে কাজ করতে আবু ধাবিতে যান মোহন সিং। এর আগে তিনি ভারতের মোহালিতে পাঞ্জাব ক্রিকেট গ্রাউন্ডে কিউরেটর হিসেবে কাজ করার প্রশিক্ষণ নেন।

তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ক্রিকট্রেকার অনলাইনে বলা হয়, কিউরেটর মোহন সিং আত্মহত্যা করেছেন। এ নিয়ে একটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ নভেম্বর ২০২১

Back to top button