ঢাকা

পল্টনে ছুরিকাঘাতে রক্তাক্ত দুই বাকপ্রতিবন্ধী

ঢাকা, ০৪ নভেম্বর – রাজধানীর পল্টন বিজয়নগরে বাকপ্রতিবন্ধী (বধির) স্কুলের সামনে তিন বাকপ্রতিবন্ধীর ছুরিকাঘাতে অপর দুই বাকপ্রতিবন্ধী গুরুতর জখম হয়েছেন। তারা হলেন- জনি বাবু (২৫) ও মোবারক হোসেন (৪০)।

বুধবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন।

আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা সানোয়ার হোসেন বলেন, পল্টনের বিজয়নগর বাকপ্রতিবন্ধী স্কুলের সামনে রানাসহ তিন বাকপ্রতিবন্ধীর ছুরিকাঘাতে গুরুতর জখম হন অপর দুই বাকপ্রতিবন্ধী। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্টনের বিজয়নগর এলাকা থেকে দুই বাকপ্রতিবন্ধী রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে এসেছেন। একজনের মাথায় ছুরিকাঘাত ও অন্যজনের পায়ে ছুরিকাঘাত করা হয়েছে।

তিনি আরও বলেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। তারা দুজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৪ নভেম্বর ২০২১

Back to top button