বীর প্রতীক তারামন বিবিকে নিয়ে সিনেমা, নাম ভূমিকায় তানহা
ঢাকা, ০৪ নভেম্বর – মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করা অসংখ্য নারীর মধ্যে তারামন বিবি একজন, যিনি বীরত্বের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বীর প্রতীক খেতাব। মুক্তিযোদ্ধে তার অবদানের গল্প এবার পর্দায় আসতে চলেছে, নির্মিত হচ্ছে সিনেমা।
সিনেমার নাম ‘তারামন’। ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ তারামন বিবি রূপে দেখা যাবে চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে। এটি পরিচালনা করবেন আমিনুর ইসলাম লিটন। ছবিটির গবেষণা, মূলভাবনা ও চিত্রনাট্য করেছেন ষড়ৈশ্চর্য মুহম্মদ। এছাড়াও ছবিটির উপদেষ্টা হিসেবে থাকছেন নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু।
তানহা তাসনিয়া বলেন, মুক্তিযুদ্ধের সিনেমা এবং এমন একটি চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য খুবই আনন্দের এবং গৌরবের। আমার সৌভাগ্য এ ছবিতে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর মতো মুক্তিযোদ্ধা, পরিচালককে পাচ্ছি উপদেষ্টা হিসেবে।
তিনি আরও বলেন, তারামন বিবি সম্পর্কে আগে থেকেই থেকে অল্প বিস্তর জানি। এখন বই পড়ে আরও বড় পরিসরে জানার চেষ্টা করছি।
নির্মাতা জানান, ডিসেম্বরের শেষ দিকে কুড়িগ্রামে তারামন বিবির গ্রামের বাড়িতে ছবিটির শুটিং হবে।
সারভাইভ মিডিয়া ও ডিসেন্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগীতায় ছবিটি প্রযোজনা করছে আরশিনগর ও উজান। তানহা ছাড়া ছবিতে আরও অভিনয় করবেন মোমেনা চৌধুরী, শাহানশাহ উল হক, রুহুল আমিন তুহিন, সোনিয়া আকতার।
২০২২ সালের ডিসেম্বরে বিজয় দিবসে ছবিটি মুক্তি দিতে চান পরিচালক।
এন এইচ, ০৪ নভেম্বর