ক্রিকেট

সুপার টুয়েলভে উঠায় বাংলাদেশের প্রশংসা করা উচিত : হেরাত

দুবাই, ০৩ নভেম্বর – টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম পর্বের শুরুতে স্কটল্যান্ডের কাছে হারের পর মূল পর্বে উঠা নিয়ে শঙ্কা দেখা দেয়। যদিও ওমান-পাপুয়া নিউ গিনিকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভ নিশ্চিত করে টাইগাররা। তবে যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিল সেটা মলিন হয়ে যায় টানা চার হারে। এত কিছুর পরও মূলপর্বে উঠতে পারায় বাংলাদেশের প্রশংসা করতে বললেন স্পিন কোচ রঙ্গনা হেরাত।

শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। মূলত সেদিন ফিল্ডিংয়ে চোখে লাগার মতো কয়েকটি ভুলে হেরে যায় মাহমুদউল্লাহর দল। পরের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে চরম ব্যাটিং বিপর্যয়। এরপর আবার ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যাটিং বিপর্যয়ে সব স্বপ্ন ম্লান হয়ে যায়। টানা এমন হারের জন্য কোথায় সমস্যা দেখছেন এমন প্রশ্নে হেরাত জানালেন, সুপার টুয়েলভে উঠায় বাংলাদেশের প্রশংসা করা উচিত।

আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে অন্তত একটি জয়ের আশা দেখছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে হেরাত বলেন, ‘আমাদের প্রশংসা করা উচিত যে বাংলাদেশ দল সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করেছে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খুব ভালো খেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ম্যাচটি হেরে যাই। আমি মনে করি আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিনটি বিভাগে উন্নতি করতে হবে। কোচিং ইউনিট হিসেবে আমাদের সেই সব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের দৃঢ়ভাবে ফিরে আসতে হবে। আমাদের আরও একটা খেলা বাকি। আমাদের জয়ের মানসিকতা বজায় রাখতে হবে এবং জয়ের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নেয়ার ব্যাপারে আমাদের ভাবতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি জয়ের সুযোগ রয়েছে। ছেলেরা বিশ্লেষণ করবে তারা কি করেছে এবং কি করতে হবে। আমি নিশ্চিত আগামীকাল দারুণভাবে ফিরে আসবে।’

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৩ নভেম্বর

Back to top button