দক্ষিণ এশিয়া

তালেবানের তথ্যমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কাবুল, ০৩ নভেম্বর – কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ান মঙ্গলবার (২ নভেম্বর) আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী খাইরুল্লাহ খাইরখারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩ নভেম্বর) ইরানের সংবাদ মাধ‌্যম জানায়, সাক্ষাতে ইরান ও আফগানিস্তানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন দুই নেতা। সেইসঙ্গে দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা, ইরানের পক্ষ থেকে আফগানিস্তানের সাংবাদিকদের বৃত্তি প্রদান, পর্যটন শিল্পের উন্নয়ন এবং দুই দেশের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের ব্যাপারে দুই দেশের মধ্যে সহযোগিতার বিস্তার ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন আফগান মন্ত্রী ও ইরানি রাষ্ট্রদূত।

সাক্ষাতে আফগানিস্তানের মুসলিম সমাজে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে আলোচনা হয়। সেইসঙ্গে ইরান ও আফগানিস্তানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও শক্তিশালী করারও প্রত্যয় ব্যক্ত করেন বাহাদুর আমিনিয়ান ও খেইরুল্লাহ খেইরখা।

উল্লেখ‌্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান এবং তারা সেপ্টেম্বর মাসে তাদের অন্তর্বর্তী সরকার গঠন করে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৩ নভেম্বর

Back to top button