ক্রিকেট

ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস কম থাকায় ভালো হয়নি: তাসকিন

আবুধাবি, ০৩ নভেম্বর – বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ বলেছেন, ‘কিছু ম্যাচ হারাতে আমরা ব্যাকফুটে। ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস কম থাকার কারণে হয়ত ভালো হয়নি। যদিও ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু ভালো পুঁজি দাঁড় করাতে না পারায় ম্যাচটা হেওে গেছি।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা এখনও আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেমন পারফর্ম করছি তার চেয়েও আমরা ভালো দল। কিছু সহজ জয় আমরা হাতছাড়া করেছি যা জেতা উচিৎ ছিল।’

তাসকিন বলেন, ‘১৪০-১৫০ রান প্রতিটি ম্যাচেই লড়াকু সংগ্রহ হচ্ছে। আজকে মনে হচ্ছিল ১২০-১২৫ রান করলে চিত্রটা অন্যরকম হতে পারত। বাকি ম্যাচগুলোর তুলনায় আজকের উইকেট একটু ভিন্ন মনে হয়েছে। বল একটু সিমিং করছিল। দ্বিতীয় ইনিংসেও মুভমেন্ট ছিল। ৮৫ রান করতে ওদের ১৪ ওভার লেগেছে। একটু ভালো ব্যাটিং করলে চিত্রটা অন্যরকম হতে পারত।’

একাদশ প্রসঙ্গে তিনি বলেন, ‘একাদশ সাজানো তো আমাদের হাতে নেই। দিনশেষে যে দল দেওয়া হয় তা নিয়েই আমরা খেলার চেষ্টা করি। দল সাজানো পুরোপুরি ম্যানেজমেন্টের হাতে। আমরা আসলে দিনশেষে যারা মাঠে নামি, তারা সবার সেরাটা দেই। এই দল নিয়েই চেষ্টা করি।’

তিনি বলেন, ‘সাকিব ভাই ও মুস্তাফিজ দুইজনই সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম শক্তি। সাকিব ভাই চোটে পড়েছে, মুস্তাফিজ আজকে ছিল না। ওরা থাকলে বাংলাদেশের জন্য বাড়তি শক্তি, প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তা। যেহেতু ছিল না, কিছু করার তো ছিল না। আমরা যারা খেলেছি সেরাটা দিয়েছি।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ নভেম্বর

Back to top button