ব্যক্তিত্ব

আপনি যে জিনিসে ভয় পান, সেটাই বলে দেবে কেমন ব্যক্তিত্ব আপনার

মানুষের স্বভাব ব্যক্তি ভেদে ভিন্ন হয়। বাড়ির প্রত্যেকটি সদস্যদের যেমন মানসিকতা ভেদে স্বভাব ভিন্ন হয়, তেমনই সমাজের ক্ষেত্রেও একই কথা খাটে। কেউ নিজেকে সকলের সামনে প্রকাশ করতে পারেন, কেউ পারেন না। আবার কেউ আনন্দে কাটাতে পারেন, কেউ কাটান বিলাপ করে। কোনও জিনিস ভয় পাওয়া আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কেমন ধারণা তৈরি করে, তা জেনে নেওয়া যাক একনজরে।


উঁচু বা উচ্চতা 
অনেকের সিঁড়ি বেয়ে উঠে, ছাদে উঠে নিচের দিকে তাকালে ভয় করে। উঁচু পাহাড়ে ওঠাতেও অনেকের ভয় থাকে। এমন মানুষেরা নিজের জায়গাকেই আঁকড়ে থাকতে ভালোবাসেন। বদল পছন্দ করেন না। মানসিকভাবে অনেক স্পর্শকাতর হন এমন ব্যক্তিত্বরা।


ভিড় 
অনেকে ভিড় ভালোবাসেন না। পুজোয় ভিড় হবে বলে ঘুরতে বের হন না। ভিড় বাসে চাপতে হবে জানলেই ঘেমে-নেয়ে এক হন। এমন মানুষেরা একা থাকতে ভালোবাসেন। নিজের সান্নিধ্য নিজেই পছন্দ করেন। মানুষের সঙ্গে মিশতে এঁদের অসুবিধা হয়।


একাকীত্বে ভয় 
অনেকে একা থাকতে পারেন না। একাকীত্বকে ভয় পান। এমন মানুষরা জীবনে মজা করে সকলকে নিয়ে থাকতে ভালোবাসেন। ফলে মানুষ না পেলে এদের দিন ভালো কাটে না। সকলকে নিয়েই এরা থাকতে চান।


অন্ধকারে ভয় 
যারা বেশি ভাবনাচিন্তা করেন, তাঁরা অন্ধকারে ভয় পান। মনের মধ্যে যেকোনও কারণেই হোক আতঙ্ক গ্রাস করে থাকে এমন মানুষের। তাই সামান্য অন্ধকারও ভয় ধরিয়ে দিতে পারে।


নোংরা 
অনেকে নোংরা পছন্দ করেন না। আশপাশে নোংরা দেখলেই মেজাজ হারিয়ে ফেলেন। এমন মানুষেরা কাজ নিয়ে মারাত্মক সিরিয়াস। নিয়ম মেনে কাজ করতে পছন্দ করেন। উনিশ-বিশ দেখলেই মেজাজ হারিয়ে ফেলেন।


সকলের সামনে কথা বলা 
অনেকে চাপা স্বভাবের হয়। ফলে সকলের সামনে কথা বলতে ইসস্তত করেন অনেকে। অনেকের আত্মবিশ্বাসের অভাব থাকলেও লোকের সামনে কথা বলতে ভয় পান বা ইতস্তত বোধ করেন।


রক্তে ভয় 
অনেকে রক্ত দেখলে ভয় পেয়ে যান। এমন মানুষেরা শান্ত স্বভাবের হন। ঝামেলা-অশান্তি পছন্দ করেন না। তাই রক্ত দেখলেই অল্পেতেই ভয় পেয়ে যান। অজ্ঞানও হয়ে যেতে পারেন।

এম ইউ

Back to top button