আইন-আদালত

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের মামলার প্রতিবেদন ১৮ নভেম্বর

ঢাকা, ০২ নভেম্বর – সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিলো। কিন্তু এদিন সবুজবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

গত ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ওই নারী সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তিনি নিজেকে একজন গণমাধ্যম কর্মী বলে এজাহারে উল্লেখ করেন।

মামলা দায়েরের দুই দিন পর ১৩ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন নেন চিত্তরঞ্জন দাস। জামিন নিয়ে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে ১৪ অক্টোবর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়। সাত দিন কারাভোগের পর ২১ অক্টোবর আবার জামিন পান চিত্তরঞ্জন দাস।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০২ নভেম্বর

Back to top button