জাতীয়

বিএনপি কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি-আমীর খসরু

ঢাকা, ০২ নভেম্বর- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি। এটা অত্যন্ত দুঃখের বিষয়, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে আলোচনা করা মানে এদেশের রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আর এই সমস্যার পেছনে দায়ী হলো আওয়ামী লীগ।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামে একটি সংগঠনের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপিনেতা এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মানুষের ধর্ম-কর্ম করার অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষের সর্বস্তরের অধিকার তারা কেড়ে নিয়েছে। এরা যা বলে, কাজ করে তার উল্টো। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যেভাবে হিন্দুদের পূজা ভণ্ডুল করে দিয়েছে; তাতে বিশ্বের কাছে আমাদের মাথা নিচু হয়ে গেছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা নাগরিকের অধিকার দিয়েছে। সেটা জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না। বিএনপি কখনও এই অধিকার নষ্ট হতে দেয়নি।’

জহির উদ্দিন রাসলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ‘অন্তরে মম শহীদ জিয়া’ সংগঠনটির উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপন প্রমুখ।

সূত্রঃ এনটিভি

আর আই

Back to top button