দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে গান বন্ধ করতে বিয়ে অনুষ্ঠানে গুলি, নিহত ২

কাবুল, ৩১ অক্টোবর – তালেবান পরিচয় দিয়ে আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি বিয়ে বাড়িতে গান বন্ধের দাবিতে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ১০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বিবিসি এ খবর জানায়।

তালেবান মুখপাত্র বলেন, তিন বন্দুকধারীর মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তারা স্বীকার করেছে যে, তালেবানের পক্ষ থেকে তারা এ হামলা চালায়নি।

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান ক্ষমতায় থাকাকালে সঙ্গীত নিষিদ্ধ ছিল। তবে নতুন তালেবান সরকার এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, নোঙ্গরহর প্রদেশের সুরখ রদ জেলায় চারটি জুটির বিয়ে একটি অনুষ্ঠানে হচ্ছিল। ওই যৌথ অনুষ্ঠানের বিয়েতে গান বাজানোর অনুমতি নেয়া হয়েছিল স্থানীয় এক তালেবান নেতার কাছ থেকে। ওই নেতা রেকর্ড গান বাজানোর অনুমতি দেন।

কিন্তু গভীর রাতে অস্ত্রধারীরা অনুষ্ঠানে প্রবেশ করে এবং গানের স্পিকার ভেঙ্গে ফেলতে উদ্ধত হয়। তখন এ ধরনের আচরণের বিরোধিতা করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। এ সময় বন্দুকধারীরা গুলি ছুঁড়ে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/৩১ অক্টোবর ২০২১

Back to top button