কক্সবাজার

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ

কক্সবাজার, ৩১ অক্টোবর – কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৮জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের অলিপাড়া ঘাটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি করেছেন।

তিনি জানান, দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণে আনসার মিস্ত্রির মালিকানাধীন ফিশিং ট্রলারটি নিয়ে সাগরে যান জেলেরা। পরে বিকেলে মাছ নিয়ে অলিপাড়া ঘাটে ভিড়েন তারা। পৌনে ১১টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ১১ জেলে দগ্ধ হন।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩১ অক্টোবর

Back to top button