ক্রিকেট

মিলারে কাটা পড়ল শ্রীলঙ্কা

আবুধাবি, ৩০ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে হারালো ৪ উইকেটে। শেষ ওভারের ৪ বলে দরকার ১৪ রান। বোলিং প্রান্তে লাহিরু কুমারা। ব্যাটিং সাইডে ডেভিড মিলার। ওভারের দ্বিতীয় বলে মিড উইকেটের ওপর দিয়ে ছয় মেরে হাত ছাড়া হতে বসা ম্যাচ নিজেদের কোর্টে নিয়ে আসল মিলার।

তৃতীয় বলে আবারও একি জায়গা দিয়ে মিলারের ছক্কা, ম্যাচের নিয়ন্ত্রণ নিলো প্রোটিয়ারা। চতুর্থ বলে ওপর প্রান্তে থাকা কাগিসো রাবাদাকে সিঙ্গেল দিয়ে এ পাশে আনলে শেষ কাজটা সেই করেন, ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে বল সীমানার বাইরে। ৪ উইকেট হাতে রেখে জয় পেলো দক্ষিণ আফ্রিকা।

১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ম্যাচ থাকে শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে। ৫০ রানের আগেই তিন প্রোটিয়া ব্যাটার ড্রেসিংরুমে। অধিনায়ক টেম্বা বাভুমা খেলেন দায়িত্বশীল ৪৬ রানের ইনিংস। এছাড়া এইডেন মার্করাম করেন ১৯ রান। আর শেষদিকে ডেভিড মিলারের অনবদ্য ২৩ রানে ৪ উইকেট ও ১ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে ওঠে এলো প্রোটিয়ারা। তাদের সামনে দুই বিশ্বকাপে এখনো অপরাজিত থাকা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

এর আগে শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করে লঙ্কানরা। তবে সেই আশায় গুড়েবালি দেয় আফ্রিকান পেসাররা। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।

একমাত্র পান্থুম নিশাঙ্কার ৭২ রানই লঙ্কা দলের বলার মতো স্কোর আর দুই অঙ্কের স্কোর ছুঁয়েছে চারিথ আসালাঙ্কা (২১) ও অধিনায়ক দাসুন শানাকার (১১) ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় লঙ্কা দ্বীপের দেশটি।

বল হাতে সেরা স্পেল করেন তাবারিজ শামসি ও ডোয়াইন প্রিটোরিয়াস দুজনই নেন ৩টি করে উইকেট।

দক্ষিণ আফ্রিকা একাদশ

টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আনরিক নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারিজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

শ্রীলঙ্কা একাদশ

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, পান্থুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, ও মাহিস থাক্সেনা

সূত্র : আরটিভি
এম এস, ৩০ অক্টোবর

Back to top button