মানিকগঞ্জ

অ্যাম্বুলেন্স খাদে পড়ে দুইজন নিহত

মানিকগঞ্জ, ৩০ অক্টোবর – মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে যাওয়ায় দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোরে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের মিতরা কালীবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটিম্যান ইমরান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

মরদেহ দুটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতরা সম্পর্কে মামা-ভাগনে বলে জানা গেছে। শুক্রবার রাতে গাবতলী বাস টার্মিনাল থেকে ৫ জন যাত্রী নিয়ে ফরিপুরের উদ্দেশে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি রাত ৩টার দিকে কালীবাড়ী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়।

দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগীসহ মোট ৭ জন ছিলেন। তাদের মধ্যে ৫ জন ওই সময়ে বেড়িয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুইজন ভেতরে আটকা পড়ে পানিতে ডুবে মারা যান। মরদেহ দুটো উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক অ্যাম্বুলেন্স যাত্রী বলেন, গন্তব্যে পৌঁছানোর জন্য গাবতলী টার্মিনালে কোনো বাস না পেয়ে এক দালালের মাধ্যমে ওই অ্যাম্বুলেন্সটি ভাড়া করি। এরপর ভোরে মানিকগঞ্জ এসে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ওই দুইজন মারা যান।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/৩০ অক্টোবর ২০২১

Back to top button