ক্রিকেট

হঠাৎ ওপেনিংয়ে সাকিব

আবুধাবি, ২৯ অক্টোবর – চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে চলছে নানা সমালোচনা। কোনো ম্যাচেই বাংলাদেশের ওপেনারা ভালো শুরু করতে পারেনি। তবে দুটি ম্যাচে জ্বলে উঠতে দেখা গেছে নাঈম শেখকে।

দলের দুই অভিজ্ঞ ওপেনার লিটন এবং সৌম্য ছিলো ব্যর্থতার বেড়াজালে। ফলে প্রায় প্রতি ম্যাচেই নতুন বলে ক্রিজে এসে ব্যাটিং করতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এ প্রেক্ষাপটে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে ওপেনিংয়ে ব্যাট হাতে দেখা গেলো সাকিবকে।

সেমিফাইনালের আশা বাচিঁয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে ক্যারিবিয়ানরা।

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে ইতোমধ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে আজ বাংলাদেশের ক্রীড়া প্রেমীরা দেখছেন অন্য আরেক ওপেনারকে। নাঈম শেখের সাথে ব্যাট হাতে ওপেনিং করতে ক্রিজে নেমেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৯ অক্টোবর

Back to top button