উত্তর আমেরিকা
তৃতীয় লিঙ্গের জন্য যুক্তরাষ্ট্রে ‘এক্স জেন্ডার’ পাসপোর্ট চালু
ওয়াশিংটন, ২৯ অক্টোবর – যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য প্রথমবারের মতো পৃথক পাসপোর্ট চালু করা হয়েছে। তৃতীয় লিঙ্গের নাগরিকদের অধিকারের ক্ষেত্রে বিষয়টি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে সরকারিভাবে তৃতীয় লিঙ্গের নাগরিকদের ‘এক্স জেন্ডারভুক্ত’ মানুষ হিসেবে উল্লেখ করা হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর সীমিত সংখ্যক পাসপোর্ট ইস্যু করা হবে। আগামী বছর থেকে এই সংখ্যা আরও বাড়ানো হবে। তবে দেশটিতে কোন নাগরিক প্রথম বিশেষ ক্যাটাগরির এই পাসপোর্ট পেয়েছেন, তা জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ২০১৫ সালে কলরাডোয় ডানা জিম নামে এক নাগরিক পৃথক পাসপোর্ট চেয়ে মামলা করেছিলেন। ধারণা করা হচ্ছে তিনিই প্রথম এই ধরনের পাসপোর্ট প্রথম পাবেন। টাইমস অব ইন্ডিয়া
সূত্র: আমাদের সময়
এম ইউ/২৯ অক্টোবর ২০২১