দক্ষিণ এশিয়া

খুলছে দিল্লির সব স্কুল, ক্লাস চলবে অনলাইনেও

নয়াদিল্লি, ২৭ অক্টোবর – আগামী সোমবার (১ নভেম্বর) থেকে ভারতের রাজধানী দিল্লিতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খুলছে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এক টুইটে এ তথ্য জানান। তবে কাউকে ক্লাসে আসার জন্য জোর করা হবে না। একই সঙ্গে অনলাইন ও স্কুলে বসে ক্লাস করা যাবে।

বুধবার আনন্দবাজার অনলাইন জানায়, কোনও শ্রেণিকক্ষেই মোট পড়ুয়া সংখ্যার অর্ধেকের বেশি বসানো যাবে না।

গত বছর মার্চ মাস থেকে করোনার প্রকোপে দিল্লিতে বন্ধ হয়ে যায় সব স্কুল। সম্প্রতি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ-সহ ভারতের একাধিক রাজ্য। এবার সে পথেই গেল অরবিন্দ কেজারওয়ালের আম আদমি পার্টির সরকারও।

এতদিন পর্যন্ত দিল্লির স্কুলগুলোয় কেবলমাত্র নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। সোমবার থেকে পুরোপুরি খুলে যাবে স্কুল। দিল্লি সরকার জানিয়েছে, স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক।

উপ-মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার কারণে কাউকে স্কুলে আসার জন্য জোর করা হবে না। একই সঙ্গে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হবে। মোট পড়ুয়ার অর্ধেক বসানো যাবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ অক্টোবর ২০২১

Back to top button