ঢাকা
গুলশানে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ঢাকা, ২৭ অক্টোবর- রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় পিংক সিটি শপিং মলের পাশের ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট। বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাফি।
তিনি জানান, গুলশান-২ এর ১০৩ নম্বরের ৩৮ নম্বর ৬তলা ভবনের নিচতলায় আগুন লাগে। আগুনের প্রাথমিক কারণ জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এরপরই ধোঁয়া দেখা যায়। সম্ভবত এসি বিস্ফোরণ হতে পারে।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল
আর আই