ফেনী

ফেনীর মানুষ চট্টগ্রামের সঙ্গেই থাকতে চান, নতুন বিভাগকে ‘না’

ফেনী, ২৭ অক্টোবর – প্রস্তাবিত মেঘনা বিভাগে নয় চট্টগ্রামের সঙ্গে থাকতে চায় ফেনীর মানুষ। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফেনী পৌরসভার সভাকক্ষে আয়োজিত নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে সভায় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ফেনীর সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাউসার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুর হোসেন, অ্যাডভোকেট শাহ জাহান সাজু, চেম্বার অব কমার্স সভাপতি আইনুল কবির শামীম, স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, পরিবহন শ্রমিক নেতা আজম চৌধুরী, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, মুক্তিযোদ্ধা সংগঠক আবদুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিটির সদস্য সচিব ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, আমরা যেখানে ছিলাম, সেখানেই থাকতে চাই। সিলেট চার জেলা নিয়ে বিভাগ হলে কুমিল্লাসহ পাঁচ জেলা নিয়ে মেঘনা বিভাগ হতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ফেনীর সঙ্গে চট্টগ্রামের যাতায়াতসহ ব্যবসা বাণিজ্যের নানা সম্পর্ক বিদ্যমান। এছাড়াও বঙ্গবন্ধু শিল্পপার্ক চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজীকে অবিচ্ছেদ্য করে তুলেছে। সংগত কারণেই ফেনী চট্টগ্রাম বিভাগের সঙ্গে না থাকলে প্রশাসনিক নানা জটিলতা সৃষ্টি হতে পারে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৭ অক্টোবর ২০২১

Back to top button