ক্রিকেট

উইন্ডিজকে বড় ব্যবধানে হারালো প্রোটিয়ারা

আবুধাবি, ২৭ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবারের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ১৪৩ রান তুলে ক্যারিবীয়রা।

ব্যাটিংয়ে নেমে ১০ বল বাকি থাকতেই ২ উইকেটের বিনিময়ে ১৪৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন আইডেন মারক্রাম। তার এ ইনিংস চারটি ছয় এবং দুটি চার রানের সাজানো।

তাকে সঙ্গ দিয়েছেন ভ্যান দার ডুসেন। তিনি করেছেন ৪৩ রান। উদ্বোধনী ব্যাটার রিজা হেনরিক্স করেছেন ৩০ বলে ৩৯ রান।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৩ রান করে উইন্ডিজ। দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন এভিন লুইস। এ ইনিংস খেলতে তিনি খরচ করেন ৩৫ বল।

সিমন্স করেছেন ৩৫ বলে ১৬ রান। এ ছাড়া ক্যাপ্টেন কাইরন পোলার্ড ২০ বলে ২৬ রানের একটি ইনিংস খেলেন। এদিনও তারকা ক্রিকেটার ক্রিস গেইল খুব বেশি রান করতে পারেননি। তিনি ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২ ওভারে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডুয়াইন প্রিটোরিয়াস। তিনি ১৭ রান খরচ করেছেন। এ ছাড়া কেশব মহারাজ নিয়েছেন ২ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে উইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে উইন্ডিজ। মঙ্গলবার বিকেল ৪টা ম্যাচটি শুরু হয়।

দুই দলই জয় পেতে মরিয়া। এর আগে একটি করে ম্যাচ খেলেলে দক্ষিণ আফ্রিকার ও উইন্ডিজ। কিন্তু তারা জয়ের দেখা পায়নি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৭ অক্টোবর

Back to top button