জাতীয়

দেশে এলো সিনোফার্মের আরও ২ লাখ ডোজ টিকা

ঢাকা, ২৬ অক্টোবর – চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি আরও দুই লাখ ডোজ টিকা দেশে এসেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এ টিকা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

মন্ত্রণালয় জানায়, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে দুই লাখ ডোজ টিকা এসেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে এ ভ্যাকসিন গ্রহণ করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৬ অক্টোবর ২০২১

Back to top button