রিয়াজের জন্মদিন আজ
ঢাকা, ২৬ অক্টোবর – আজ ঢাকাই ছবির রোমান্টিক নায়ক রিয়াজের জন্মদিন। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি। চাকরিজীবন শুরু করেছিলেন বিমানবাহিনীর পাইলট হিসেবে। প্রয়াত নায়ক জসিমের হাত ধরে ‘বাংলার নায়ক’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে রিয়াজের অভিষেক হয় ১৯৯৫ সালে।
১৯৯৭ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবির মাধ্যমে জনপ্রিয় নায়কে পরিণত হন তিনি। এর পর সালমান শাহের মৃত্যুতে যে শূন্যতা দেখা দেয় প্রযোজক ও পরিচালকরা রিয়াজকে বেছে নেন। শাবনূরের সঙ্গে জুটি বেঁধে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করা রিয়াজ উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমা। অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন।
চলচ্চিত্রগুলো হলো- ‘দুই দুয়ারী’ (২০০০), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭) ও ‘কি যাদু করিলা’ (২০০৮)। অনেকদিন ধরেই সিনেমাতে অনিয়মিত তিনি। তবে সম্প্রতি নতুন করে কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৬ অক্টোবর