ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জ, ২৫ অক্টোবর – নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রসুলপুরে সিএসআরএম স্টিল মিলে বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সোহেল রানা, মো. লিটন, মো. আরিফ, বিল্লাল হোসেন ও আলী হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
কারখানার কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার বদরুল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ফার্নেস পাইপ বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হন। তাদের দ্রুত বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এম আইয়ুব হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, যে পাঁচ শ্রমিককে আনা হয়েছে তাদের শরীরের ১১ থেকে ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
সূত্র : আরটিভি
এম এস, ২৫ অক্টোবর