চট্টগ্রামে আলেম-ওলামাদের সাম্প্রদায়িক সংঘাত ও সন্ত্রাসবিরোধী সমাবেশ
চট্টগ্রাম, ২৫ অক্টোবর – সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম নগরীর আলেম-ওলামা এবং মাদ্রাসা ও স্কুলশিক্ষকসহ শিক্ষার্থীরা।
রোববার নগরীর গণি বেকারি মোড়ে এ সম্প্রীতি সমাবেশ করে দারুল উলুম কামিল মাদ্রাসা ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, আজ আমাদের আলেম-ওলামা ও মাদ্রাসার ছেলেদের দায়িত্ব নিতে হবে যেন এ দেশে কেউ সাম্প্রদায়িক সন্ত্রাস বা অন্য কোনো অজুহাতে দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে। অন্য ধর্মের অবমাননা ইসলাম কখনও সমর্থন করে না।
সুজন বলেন, আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একাকার হয়ে জীবন যাপন করছি। সবাই আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। মানুষের হাসি আনন্দকে ধ্বংস করার জন্য একটি চক্র এ সুসম্পর্ক বিনষ্টে অপচেষ্টা চালিয়ে আসছে। এ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, নিজেদের হীন পরিকল্পনা বাস্তবায়ন করতে একটি চক্র কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। আশা করবো, দেশব্যাপী ঘটে যাওয়া সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনবে সরকার।
সমাবেশে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা বক্তব্য রাখেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ অক্টোবর