ক্রিকেট

৩১ রানে ৩ উইকেট হারাল ভারত

দুবাই, ২৪ অক্টোবর – পাকিস্তানের বিপক্ষে টান টান উত্তেজনাকর ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়েছে ভারত। ৫.৪ ওভারে দলীয় ৩১ ফেরেন দুই ওপেনার রোহিত শর্মা, লোকেশ রাহুল ও চারে ব্যাটিংয়ে নামা সুরাইয়া কুমার যাদব।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে বিরাট কোহলিরা। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রোহিত। লোকেশ রাহুলকে বোল্ড করেন এই তরুণ পেসার।

২.১ ওভারে মাত্র ৬ রানে ফেরেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। দলীয় ৩১ রানে ফেরেন চার নম্বর পজিশনে চ্যাটিংয়ে নামা সুরাইয়া কুমার যাদব।

শুরুতে প্রথম সারির ৩ ব্যাটসম্যান আউট হওয়াতে যাপে ভারত। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন অধিনায়ক বিরাট কোহলি। তাকে সঙ্গ দিচ্ছেন ঋষভ পন্থ।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সুরাইয়া কুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৪ অক্টোবর

Back to top button