‘ভালো করলে সবাই তালি দিবে, খারাপ করলে গালি দিবে-মুশফিকুর রহিম
আবুধাবি, ২৪ অক্টোবর- ১৭১ রানের শক্তিশালী স্কোর করেও জিততে পারল না বাংলাদেশ। সুপার-১২-র প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল টাইগাররা। ১৭২ টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে হাতে ৫ উইকেট নিয়ে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হতে মুশফিকুর রহিমের দিকেও ছুঁড়ে দেওয়া হলো নানা প্রশ্ন। জবাবে মুশফিক বলেন, ক্রিকেটারদের পারফরম্যান্সের সমালোচকরা যেন আয়নায় নিজেদের চেহারা দেখেন।
সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘যারা এসব বলেন তারা নিজেদের মুখটা আয়নায় দেখা উচিত। তারা দেশের হয়ে খেলে না, আমরাই খেলি। সবাই ভালো করার চেষ্টা করে। কোনো দিন হয়, কোনো দিন হয় না। আমরা সবাই দেশকে প্রতিনিধিত্ব করি, এই গর্ব নিয়ে মাঠে যাই এবং ভালো করার চেষ্টা করি।’
মুশফিকের কাছে অবশ্য সমালোচনা বা নিন্দা নতুন কিছু নয়। সাংবাদিকদের তিনি জানান, ‘এটা তো হতেই থাকবে। আপনি ভালো করলে সবাই তালি দিবে, খারাপ করলে গালি দিবে। এটাই স্বাভাবিক, তাই না? ১৬ বছর ধরে খেলছি। এটা আমার কাছে নতুন কিছু না।’
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই