ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবি, ২৪ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এ ম্যাচটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও টি স্পোর্টস।

ইতোমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টস ভাগ্য ছিলো বাংলাদেশের বিপক্ষে। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। টসের সময় লঙ্কান অধিনায়ক বলেন, আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। ফাস্ট বোলার তাসকিন আহমদের পরিবর্তে একাদশে প্রথম বারের মতো জায়গা পেয়েছে স্পিনার নাসুম আহমেদ।

তবে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে সাতটিতে জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ হেরেছে চারটিতে। তবে সর্বশেষ দুই ম্যাচে জয় ছিলো বাংলাদেশেরই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসানকা, চরিত আসালংকা, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো ফার্নান্দো।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ অক্টোবর

Back to top button